ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় কমফোর্ট হসপিটালের শুভ উদ্ভোধন


আপডেট সময় : ২০২৫-০৭-০৭ ২২:২৭:১৫
ব্রাহ্মণপাড়ায় কমফোর্ট হসপিটালের শুভ উদ্ভোধন ব্রাহ্মণপাড়ায় কমফোর্ট হসপিটালের শুভ উদ্ভোধন


মোঃ অপু খান চৌধুরী।


স্বস্তি, সুস্থ্য ও বিশ্বস্ততা এ স্লোগান নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কমফোর্ট হসপিটালের শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল ৭ জুলাই (সোমবার) বিকেল ৩ টায় ব্রাহ্মণপাড়া দক্ষিণবাজার আলতাফ আলী মার্কেটে (কুমিল্লা - মিরপুর) সড়কের পাশে, আধুনিক সরঞ্জামাদি ও দেশের নামকরা ভালো প্রশিক্ষিত বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চিকিৎসা সেবা প্রধানসহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সেবার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ শুরু করেছেন কমফোর্ট হসপিটাল।


উদ্ভোধনী অনুষ্ঠানে, কমফোর্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বাহারুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারিয়া দরবার শরীফের পীর শামসুদ্দোহা বারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমফোর্ট হসপিটালের চেয়ারম্যান সুলতান আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জলিল মেম্বার, আনোয়ার হোসেন (অনু সর্দার), আবুল কাশেম মেম্বার।


উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তোফায়েল আহমেদ ভূঁইয়া ও অরূপ সিংহ, সমাজ সেবক জামাল হোসেন, মোঃ আলী হোসেন, বেগম রোকেয়া হসপিটালের চেয়ারম্যান জসীম উদ্দীন, মধুমতি হাসপাতালের ম্যানেজার আকিব, ভিশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমেদ কাফীসহ ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা। অনুষ্ঠান শেষে কমফোর্ট হসপিটালের সাফল্য ও সমৃদ্ধ কামনায় দোয়া ও মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শামসুদ্দোহা বারি।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ