ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন প্রস্তুতি উপলক্ষে বান্দরবান চট্টগ্রামস্থ জনশক্তি নিয়ে জামায়াতের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত​


আপডেট সময় : ২০২৫-০৭-০৭ ১৪:৪০:৪১
জাতীয় নির্বাচন প্রস্তুতি উপলক্ষে বান্দরবান চট্টগ্রামস্থ জনশক্তি নিয়ে জামায়াতের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত​ জাতীয় নির্বাচন প্রস্তুতি উপলক্ষে বান্দরবান চট্টগ্রামস্থ জনশক্তি নিয়ে জামায়াতের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত​

বান্দরবান পার্বত্য জেলা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা ৩০০ নং সংসদীয় আসনের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামে বসবাসরত জনশক্তিদের নিয়ে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 
গত রবিবার (৬ জুলাই) চট্টগ্রাম নগরীতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’ বান্দরবান পার্বত্য জেলা আমীর জনাব এস এম আব্দুস সালাম। তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নির্বাচনী কর্মকৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। বক্তারা আসন্ন নির্বাচনে সংগঠনের সর্বোচ্চ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে কার্যকর নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 
সভায় সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এছাড়াও স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে তা সমাধানের পথনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ