ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪


আপডেট সময় : ২০২৫-০৭-০৬ ০০:৫০:৩৮
পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪ পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ, পঞ্চগড়ে গ্রেপ্তার ৪
 
 
মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

 
গতকাল শুক্রবারে পঞ্চগড় সদর উপজেলায় দুই বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 
ঘটনাটি ঘটে শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে সদর উপজেলার সুরিভিটা চা বাগান সংলগ্ন এলাকায়। অসুস্থ ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূ পরিচিত একজন ইজিবাইক চালকের ডাকে সাড়া দিলে,সেখানে ছয়জন মিলে তাকে নির্জন স্থানে নিয়ে যায়।পরে ছেলের গলায় ছুরি ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

 
পরে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা। রাত ১টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী জানান, “ছোট ছেলের গলায় ছুরি ধরে তারা আমাকে বাধ্য করে। পরিচিত চারজনসহ ছয়জন মিলে নির্যাতন করে।

 
আজ শনিবার (৫ জুলাই) বিকেলে ভুক্তভোগী নারীবাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে একটি মামলা করেছেন। এদিন সকালে পুলিশ উপজেলার জগদল বাজার এলাকায় এক অভিযান চালিয়ে (৪) জনকে গ্রেপ্তার করেন।

 
সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাতে ৯৯৯ নম্বরে ফোন অভিযোগে পেয়ে খুব দ্রুত  ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। সেখানে অচেতন অবস্থায় এক নারী এবং তার সঙ্গে থাকা একটি দুই বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।


নারীর জ্ঞান ফিরে এলে তিনি ঘটনার বিস্তারিত জানান। তিনি আরও বলেন, তার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ