ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা মিরপুর সড়ক চার লেনে উন্নীত করার দাবীতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৭-০৫ ২০:৪৯:৫৭
কুমিল্লা মিরপুর সড়ক চার লেনে উন্নীত করার দাবীতে মানববন্ধন কুমিল্লা মিরপুর সড়ক চার লেনে উন্নীত করার দাবীতে মানববন্ধন


মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লা থেকে শাসনগাছা-মিরপুর একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে প্রতিদিন কয়েক লক্ষ লোক জেলা শহরে যাতায়াত করে।


এ সড়কটি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাথে সরাসরি সম্পৃক্ত। ফলে এ দুই উপজেলার প্রায় তিন লক্ষ মানুষের যাতায়তের একমাত্র মাধ্যম এ সড়কটি। ব্যস্ততম এ সড়কটি চার লেনে উন্নতি করার লক্ষ্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইনের নেতৃত্বে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা-মিরপুর সড়কের পূর্ণমতি নামক স্থানে এই মানববন্ধন করেন। 


মানববন্ধনে ডঃ মোবারক হোসাইন বলেন, আমাদের একটাই দাবী বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, সড়ক, বিদ্যুৎ, এবং শিক্ষা খাতে সঠিক বরাদ্দ। আমরা চাই সুষ্ঠু শাসন, যা আমাদের স্বপ্ন পূরণের পথ দেখাবে। জনগণের অধিকার রক্ষায় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, যতদিন না দাবি পূর্ণ হয়।


এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অ্যাড. আব্দুল আউয়াল, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার ও ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম, তাজুল ইসলাম, ছাত্রনেতা আফনাম মুজাহিদ, মাসুদ মৈশান, সুজন চৌধুরী এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। মানববন্ধন শেষে ডঃ মোবারক হোসাইনের নেতৃত্বে উপজেলা জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল বারেশ্বর চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ