ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে এক বৃদ্ধার নিখোঁজের ১৮ ঘন্টা পরে লাশ মিলছে পাট ক্ষেতে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০৫ ১৮:১৪:৪২
কালকিনিতে এক বৃদ্ধার নিখোঁজের ১৮ ঘন্টা পরে লাশ মিলছে পাট ক্ষেতে কালকিনিতে এক বৃদ্ধার নিখোঁজের ১৮ ঘন্টা পরে লাশ মিলছে পাট ক্ষেতে

 

আশরাফুর রহমান হাকিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে অবসরপ্রাপ্ত এল জি ডি অফিস সহকারীর নিখোঁজের ১৮ ঘন্টা পরে পাট ক্ষেত থেকে এক বৃদ্ধার লাশের খবর পাওয়া যায়। শনিবার ৫ জুলাই সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানাযায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে এনায়েতনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল জলিল সিকদার (৭০) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজি পর আজ সকালে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌলভীকান্দি গ্রামের সেলিম তালুকদারের পাট ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়। প্রথমে কৃষক সেলিম তালুকদারের ছেলে সাঈদ তালুকদার পাট ক্ষেতে আগাছা বাছাইয়ের উদ্দেশ্যে প্রবেশ করলে তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

পরিবারের পক্ষে এবিষয় বড় মেয়ের জামাই স্কুল শিক্ষক জসিম উদ্দিন বলেন, আমার শ্বশুর গতকাল শুক্রবার জুমার নামাজ মসজিদে পড়তে যায় কিন্তু নামাজ পড়ে আর বাড়ি আসেনি। আজ সকালে আমার বাড়ির পাশে পাট ক্ষেতে তার লাশ দেখতে পাই।

 

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, গ্রাম পুলিশের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুরথ হাল নির্ণয় করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ