মোঃ মোহন মিয়া
স্টাফ রিপোর্টার
পঞ্চগড় সদর উপজেলার দুটি পৃথক সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৪ জুলাই) মধ্যরাত থেকে শনিবার (৫ জুলাই) ভোররাত পর্যন্ত এ ঘটনা ঘটে।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) আওতাধীন শিংরোড বিওপির প্রতিপক্ষ ভারতের কৈলাশ ৯৩ বিএসএফ ক্যাম্প থেকে সীমান্ত পিলার ৭৬৪/১৯-এস এর মাধ্যমে বাংলাদেশে পুশ-ইন করে আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে খুনিয়াপাড়া এলাকা দিয়ে ১০ জনকে পাঠানো হয়। একই রাতে ওমরখানা ইউনিয়নের অমরখানা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪৩/৩-এস এলাকা হয়ে বোর্ডবাজার সীমান্ত দিয়ে আরও ৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
শিংরোড সীমান্তে আটক ১০ জন:
১. মোঃ ইব্রাহিম শেখ (৬০), খুলনা
২. মোঃ রাজু ইব্রাহিম শেখ (২৭), খুলনা
৩. মোছাঃ আখি এনদাদুল শেখ (৪০), খুলনা
৪. মোঃ হামজা শেখ (০৯), খুলনা
৫. মোছাঃ রুনু শেখ (৪০), নড়াইল
৬. মোঃ ইয়াছিন মোল্লা (২০), নড়াইল
৭. মোঃ আমিন মোল্লা (১১), নড়াইল
৮. মোছাঃ আয়শা রফিকুল শেখ (১৮), নড়াইল
৯. মোছাঃ সাহেরা রফিকুল শেখ (০৯), নড়াইল
১০. মোঃ ফিরোজ মোল্লা (৪৫), নড়াইল
অমরখানা সীমান্তে আটক ৫ জন:
১. মোঃ আসাদুজ্জামান (৩৭), যশোর
২. মোছাঃ কুলসুম (২৯), যশোর
৩. মোছাঃ নিপু আক্তার (৩০), বাগেরহাট
৪. মোঃ আদনান (১২), যশোর
৫. মোছাঃ আয়শা (১০), যশোর
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিএসএফ পুশ-ইন করলে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।