ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জুম্মার নামাজের সময় মটরসাইকেল চুরি জনতার হাতে মেম্বার পুত্র আটক


আপডেট সময় : ২০২৫-০৭-০৪ ২৩:৩৫:৪৯
জুম্মার নামাজের সময় মটরসাইকেল চুরি জনতার হাতে মেম্বার পুত্র আটক জুম্মার নামাজের সময় মটরসাইকেল চুরি জনতার হাতে মেম্বার পুত্র আটক


দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে: রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপির মন্ডল পাড়ায় জুম্মার নামাজ চলাকালীন অবস্থায় মটরসাইকেল চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছেন এক মেম্বার পুত্র। ওই  যুবকের নাম লিটন হোসেন (২২)। তিনি মোহনপুর উপজেলার রায়গাটি ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য লালইচ গ্রামের জেকের আলীর পুত্র।


মটরসাকেলের মালিক ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের সময় গোদাগাড়ী উপজেলার ঝিনা ফুলবাড়ী গ্রামের নুরশেদ আলীর পুত্র আতাউর রহমানের নিজ বাড়ির সামনে থেকে মটরসাইকেলটি চুরি হয়। পরে চুরির খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তানোর উপজেলার সরনজাই ইউপির মন্ডল পাড়া গ্রামের লোকজন মটরসাইকেলসহ চোরকে আটক করেন। এসময় গ্রামবাসী ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মটরসাইকেল মালিকের বাড়ি গোদাগাড়ী এলাকায় হওয়ায় আটক চোরকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, আটক চোরকে থানা হাজতে রাখা হয়েছে, মটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ