হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং ইউনিয়নের দক্ষিণ পৈল গ্রামে কমিউনিটি ক্লিনিক অযত্নে অবহেলায় পড়ে আছে।খবর পেয়ে পত্রিকার সাংবাদিক সরেজমিনে গিয়ে দেখতে পায় ক্লিনিক টি গোয়াল ঘরের মত পরিনত হয়েছে।
এলাকার স্হানীয় লোকজন জানায়, এই ক্লিনিক টি একটি সরকারি প্রতিষ্ঠান ক্লিনিকে যে পরিমাণে সেবা পাওয়া কথা তা রোগিরা পাচ্ছে না। দক্ষিণ পৈল গ্রাম সহ আশেপাশে অনেক গ্রাম রয়েছে ওই গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য পরিদর্শিকা ও ঠিক মত ডিউটি করে নি। মনগড়া ভাবে চলছে তাদের চাকুরীর ডিউটি আর অযত্নে অবহেলায় পড়ে আছে ক্লিনিক। এ বিষয়টি উর্ধতন কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছে সচেতন মহল।