হিজলায় বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু।
আপডেট সময় :
২০২৫-০৭-০৪ ২১:৩১:৪০
হিজলায় বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু।
মামুন জমাদার হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদারের সভাপতিত্বে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে এ ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ বুকে ধারণ করি। দলের বিগত দিনে আন্দোলন সংগ্রামের সকল কর্মসূচি পালন করেছি।প্রতিটা নেতাকর্মীদের সন্তানের মত আগলে রেখেছি। দলীয় নিদের্শনা অনুযায়ী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ চলছে। এজন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ কার্যক্রম শুরু করেছি।
তিনি আরো বলেন হিজলা উপজেলয়া ৬ টি ইউনিয়ন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ভূমিকা পালন করছে তাদের নতুন সদস্য করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স