ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৫ জুলাই সরকারি সফরে নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা


আপডেট সময় : ২০২৫-০৭-০৪ ১৭:২৫:৩৭
আগামী ৫ জুলাই সরকারি সফরে নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা আগামী ৫ জুলাই সরকারি সফরে নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা
 
 
উপজেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল মামুন। নবীনগর, ব্রহ্মবাড়িয়া।

 
আগামী ৫ জুলাই, শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি সফরে আসছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সফরকালে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ এবং বিনিয়োগ-সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।

 
সরকারি সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা সকাল ১০:৩০ ডাকবাংলো, নবীনগর এ উপস্থিত থাকবেন । উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২ ঘটিকায় নবীনগর উধ্বর্তন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

 
ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহন নেওয়ার ব্যপারে তার কর্মসূচিতে কোন তথ্য নেই। ।
এ সময় তিনি নবীনগর উপজেলায় চলমান সরকারি উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ বাজেট বরাদ্দ নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 
নবীনগরের সামাজিক সংগঠন প্লেন ফর নবীনগর এর প্রতিষ্ঠাতা সভাপতি তফিকুল ইসলাম তপু বলেন, নবীনগরের কাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সহায়তা এই সফরের আলোচনার মূল বিষয় হওয়া উচিত বলে মন্তব্য করেন।

 
উল্লেখযোগ্যভাবে, সফরে অর্থ উপদেষ্টার সঙ্গে জেলায় নিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং স্থানীয় সংসদ সদস্যও উপস্থিত থাকতে পারেন।জনগণের প্রত্যাশা: নবীনগরের স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অর্থ উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি জন্য অর্থ উপদেষ্টা জোরালো ভূমিকা পালন করবে। 
এই সফর শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব উন্নয়ন ও কার্যকর অর্থনৈতিক উদ্যোগের সূচনা করবে—এমনটাই প্রত্যাশা নবীনগরবাসীর।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ