ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৭-০৪ ১৬:২৮:৫৮
ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ অপু খান চৌধুরী।


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুলাই (বুধবার) দুপুরে দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি লোকমান হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলাম রহমান তালুকদার।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া ও উক্ত প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য বদিউজ্জামান। সভায় উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, বাল্যবিবাহ একটি ভয়াবহ ব্যাধি। এ ব্যাধি প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি নারী সমাজকে লেখাপড়ায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তখন তারা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে। এসময় তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান স্কুল আঙ্গিনায় একটি গাছ রোপন করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ