ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক


আপডেট সময় : ২০২৫-০৭-০৩ ২২:১০:৪২
নাইক্ষ‍্যংছড়িতে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক নাইক্ষ‍্যংছড়িতে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার  পিস ইয়াবাসহ আব্দু সালাম (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

 
বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দু সালাম সোনাইছড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিয়ে আসছিলেন। অভিযানে তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩০ লাথ টাকা।

 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি তদন্তকেন্দ্রের পুলিশের বিশেষ একটি টিম সোনাইছড়িতে অভিযান চালিয়ে আব্দু সালামকে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তাকে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।

 
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আব্দু সালাম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে দলীয় প্রভাব এবং পরিচয়ের কারণে এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল। 
গ্রেফতারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ