ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলায় ৬ জন আহত সমন্বয়ক লাঞ্চিত কমিটি গঠন স্থগিত
আপডেট সময় :
২০২৫-০৭-০২ ২০:১৫:৩১
ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলায় ৬ জন আহত সমন্বয়ক লাঞ্চিত কমিটি গঠন স্থগিত
এইচ এম বাশার ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বালিপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে এক গ্রুরুপের হাতে লাঞ্চিত হয়েছেন সমন্বয়ক ও উপজেল ও বিএনপির যুগ্ম আহবায়ক শাহরিয়ার আব্দুল্লাহ সোহেল।
এ সময় তাদের হামলায় ৬ জন আহত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার বালিপাড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বালিপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের জন্য নির্ধারিত তারিখ দেওয়া ছিল। তারিখ অনুযায়ী কমিটি গঠনের জন্য দায়িত্বে থাকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহরিয়া আবদুল্লাহ সোহেল বালিপাড়া বাজারে পৌছলে তার উপর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক শহিদুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আব্দুল জলিলের সমর্থকরা হামলা করে লাঞ্চিত করে।
এ সময় তার সাথে থাকা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব উপরও হামলা করে। ঘটনা শুনে বিএনপি নেতা আবুল কালাম শিকদারের সমর্থকরা ঘটনা স্থালে আসলে তাদের উপর ও দেশীয় অস্ত্র দাও, জিআই পাইপ ও লাঠি নিয়ে হামলা করে।
হামলায় আবুল কালাম শিকদার গ্রুরুপের সাত নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে পরাজিত প্রার্থী মোঃ জাকির হোসেন (৩৫), সদস্য রিয়াজুল ইসলাম (৫০), ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এনায়েত হাওলাদার আহত হয়। পরে কমিটি গঠন করতে আসা জেলা বিএনপির সদস্য এ্যাড. আবুল কালাম সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। কমিটি গঠন কার্যক্রম স্থগিত করে উভয়কে নিয়ে বিকালে উপজেলা বিএনপির অফিসে বসার সিদ্ধান্ত হয়। গুরুতর আহত জাকির হোসেনকে ও রিয়াজুল ইসলামকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নির্বাচনী সমন্বয়ক শাহরিয়া আব্দুল্লাহ সোহেল জানান, বালিপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে পন্ড করার জন্য পরিকল্পিত ভাবে বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আঃ জলিল শেখের লোকজন দেশীয় অস্ত্র দাও, জিআই পাইপ, লাঠি নিয়ে আমার উপর হামলা করে ৭টি ওয়ার্ডের ভোটার তালিকা ও দলীয় ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমাকে বাচাতে এসে স্থানীয় বিএনপির ও ছাতদলের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়।
বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, সমন্বয়ক শাহরিয়া আব্দুল্লাহ সোলেহ ওয়ার্ড কমিটিতে আওয়ামীলীগ ও জেপির লোকজনকে নির্বাচিত করায় পরাজিত নেতৃবৃন্দরা হামলার করে। নতুন ভাবে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন বিএনপির কাউন্সিল দাবিকারী পরাজিত নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনার সাথে আমি জড়িত নই।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স