বরুড়ার প্রতিনিধি : মোতালিব হোসাইন ১ জুলাই ২০২৫ ইং কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ্য বরুড়া ছাএকল্যাণ সমিতি'র উপদেষ্টামন্ডলী ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২৪-২৫ এর নূতন কমিটি ঘোষণা করা হয়।
এই সময়ে, ২০২৩-২৪ কার্যকরী কমিটি এর সভাপতি আরাফাত সানি ও সাধারণ সম্পাদক শাফায়াত আহমেদ সিয়াম কমিটি হস্তান্তর ও বরণ করে নেন নবাগত সভাপতি-আবু হাসান, শিক্ষাবর্ষ-২০১৯-২০, সমাজতত্ত্ব বিভাগ এর ছাএ ছিলেন।
এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি-মো: শাহপরান, শিক্ষাবর্ষ-২০১৯-২০, বিভাগ-ফাইন্যান্স, সাধারণ সম্পাদক-মো: শরীফ গাজী, শিক্ষাবর্ষ-২০১৯-২০, বিভাগ-সমাজতত্ত্ব দায়িত্ব গ্রহণ করেন, সাংগঠনিক সম্পাদক-বোরহান উদ্দীন, শিক্ষাবর্ষ-২০২০-২১, বিভাগ-লোকপ্রশাসন।
এই সময়ে উপস্থিত ছিলেন, উপদেষ্টামন্ডলীর সম্মানিত শিক্ষকবৃন্দ প্রফেসর ড. আমান উল্লাহ, গণিত বিভাগ।
মিঠু রন্জন সরকার, প্রভাষক ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স।
আতিক উল্যাহ, প্রভাষক গণযোগাযোগ ও সাংবাধিকতা বিভাগ।