মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে মৌসুমি আমের কেনাবেচা। গোপাল ভোগ, আমি রুপালি সহ নানা ফলে দোকানের সামনে সাজানো হয়েছে বাহারি ফলে।
কিন্তু এসব আমের দাম বেশি হওয়ার কারনে সাধারণ মানুষের কিনে খেতে হিমসিম হতে হচ্ছে। বর্তমানে উপজেলার ভ্রাম্যমান দোকানগুলোতে হরেক রকমের আম বেশি কেনাবেচা হচ্ছে। কথা হয় উপজেলার নিকটবর্তী আলোমপুর বাজার, বহুলী বাজার ও উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আসা বেশ কয়েকজন আম ক্রেতার সাথে।
তাদের সাথে কথা বলে জানা যায়, বাড়িতে মেহমান এসেছে। আম-দুধ খাওয়াতে হবে। তাই বাজারে এসেছেন আম কেনার জন্য। বাজারে পচুর আম থাকা সত্তেও গত বছরের চেয়ে এবার দাম অনেকটাই বেশি দেখছি। আমাদের মতো নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য বর্তমান বাজারে এ সব আম কেনা বেশ কস্টকর। তারপরেও বাধ্য হয়েই কিন্তে হচ্ছে তাদের। তবে এবার আমে তেমন পোকা নেই এবং মিস্টিও অনেক ভালো।
এদিকে আম ব্যবসায়ীরা বলছেন, ক্রেতার নিকট থেকে দাম বেশি নেওয়া হচ্ছে না। আমরা ব্যবসায়ীরা যেভাবে ক্রয় করেছি সে অনুযায়ীই বিক্রি করা হচ্ছে বলে জানান আম ব্যবসায়ীরা।