ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে মৃগী আক্রান্ত যুবকের পানিতে ডুবে মৃত্যু


আপডেট সময় : ২০২৫-০৭-০২ ০১:০১:৪০
তানোরে মৃগী আক্রান্ত যুবকের পানিতে ডুবে মৃত্যু তানোরে মৃগী আক্রান্ত যুবকের পানিতে ডুবে মৃত্যু

দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে:-
রাজশাহী তানোরে মৃগী রোগে আক্রান্ত যুবকের পানিতে ডুবে মৃত্যু র ঘটনা ঘটছে। এমন ঘটনা ঘটছে উপজেলার ০৩ নং পাঁচন্দর ইউপির (চকপাড়া বনকেশর) গ্রামের আজাহার আলীর নিজস্ব পুকুরের পানিতে।


বনকেশর গ্রামের জানে আলম রবুর ছেলে জোবায়ের (২০) ১ জুলাই মঙ্গলবার সকালে পুকুর পাড়ে তার মৃত দেহ ভাসতে দেখে আশেপাশের লোকজন তানোর থানাকে অবগত করেন পরে পুলিশ মৃত জুবায়েরকে উদ্ধার করে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩০জুন সোমবার সন্ধ্যায় জোবায়ের ওই পুকুর পাড়ে বসে ছিলো হয়তো বা সে সময় পুকুরে পড়ে যায় বলে ধারণা করেন।


এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ আবজাল হোসেন বলেন, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় বহুদিন ধরে মৃত জোবায়ের মৃগী রোগী আক্রান্ত ছিলো পরিবার থেকে কোন অভিযোগ না থাকার দাফন কাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ