ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শীতল পাটি শিল্প কে বাচিঁয়ে রাখার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস সুনামগঞ্জের জেলা প্রশাসকের।


আপডেট সময় : ২০২৫-০৫-২৭ ২২:৫৬:৩২
শীতল পাটি শিল্প কে বাচিঁয়ে রাখার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস সুনামগঞ্জের জেলা প্রশাসকের। শীতল পাটি শিল্প কে বাচিঁয়ে রাখার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস সুনামগঞ্জের জেলা প্রশাসকের।
 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শীতল পাটির ব্যাপক চাহিদা রয়েছে। এই শিল্প কে বাঁচিয়ে রাখার জন্য জেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করবে। যেসব উপজেলার গ্রাম গুলোতে শীতল পাটির কাজ করা হয়। সেসব জায়গাতে কাঁচামাল যোগান দিতে জেলা প্রশাসনের খাস জায়গায় মুর্তা চাষ করা হবে।


এছাড়াও সকল ধরনের পৃষ্টপোষকতা করার ও আশ্বাস প্রদান করেন। শুধু শীতল পাটি নয় বাশঁ বেত শিল্প, মৃত শিল্প সহ অন্যান্য শিল্পের জন্য যা যা করা দরকার তা করা হবে।


জেলা প্রশাসক আরও বলেন, কর্মসংস্থান ও বাজার সৃষ্টি ও খুব জরুরী এইটা নিয়ে কাজ করতে হবে। সকলের সহযোগিতার ও আহবান জানান। 

 
২৭ মে মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জন গোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পের( ২য় ফেইজ ) অবহিত করন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ডাঃ শতাব্দী রায়, সহকারী কমিশনার নাসরিন আক্তার, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, বাসস প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাংবাদিক পংকজ দে,মাসুম হেলাল সহ কামার, কুমার, নাপিত, মুচি, মৎস্য জীবি, কুটির শিল্প, যাদু শিল্পী সহ নানা শ্রেণী পেশার মানুষ।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ