ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় 'ইসলামিক এইড বাংলাদেশ' কর্তৃক শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার


আপডেট সময় : ২০২৫-০৫-২৭ ২২:১২:০৯
বানারীপাড়ায় 'ইসলামিক এইড বাংলাদেশ' কর্তৃক শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার বানারীপাড়ায় 'ইসলামিক এইড বাংলাদেশ' কর্তৃক শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার


বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : অসহায়, দরিদ্র ও তুলনামূলকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবকল্যাণমূলক সংস্থা অদকার ইসলামিক এইড বাংলাদেশ। তাদের উদ্যোগে বানারীপাড়া উপজেলার পাঁচজন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ করতে এবং পড়াশোনার প্রতি আগ্রহ আরও দৃঢ় করতে এই উদ্যোগ নেওয়া হয়।


শনিবার (২৬ মে) সকালে বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই বাইসাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব তন্ময় সিংহ, পৌর জামায়াতের আমীর জনাব কাউসার হোসাইন, এবং ইসলামিক ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান। এছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বায়েজিদুর রহমান বলেন, এই ধরনের মানবিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে উৎসাহিত করবে এবং তাদের জীবনের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে। আমরা এই মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই।
 

এই কর্মসূচি শুধু একটি সহায়তা নয়, বরং সমাজের প্রতি একটি মানবিক বার্তা—শিক্ষা কখনও থেমে থাকতে পারে না, এবং সকলে এগিয়ে এলে একটি শিক্ষিত, উন্নত সমাজ গড়া সম্ভব।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ