নিবার্চনের আগে জনপ্রিয়তা হারাছেন বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
আপডেট সময় :
২০২৫-০৫-২৭ ২১:১২:১৬
নিবার্চনের আগে জনপ্রিয়তা হারাছেন বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, নিজের মেধা, ও পরিশ্রম ধরা মানিকগজ্ঞ জেলা বিএনপিকে অনেক দুর নিয়ে আসে।বিএনপি যখন, দিক নিদর্শনা হারিয়ে ফেলছিল, তখন থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, খুব সুন্দর ও মেধা, পরিশ্রম ধরা বিএনপিকে সুসংগঠিত যুগোপযোগী করে তোলে। দলে ফিরে আনে মন বল, এবং সুশাসন। দৈর্ঘ্য ২৫ বছর এর মতো হবে দলকে দিক নিদর্শনা দিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের সময় কতো জেল জুলুম, অন্যায়, অত্যাচার, মানসিক অবস্থা খরাপ, দলের নেতা কর্মী নিয়ে মামলা, হামলা সব কিছু এক নিষ্ঠার সাথে তিনি দ্বায়িত্ব পালন করছে, এবং সুন্দর বিএনপি জেলায় তৈরি করে,কিন্তু গতো ১৮ - ০৭ - ২০২৪ সাল শুরু করে, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালানোর পর থেকে, তার দলের যে অবস্থা এসেছে এবং তিনি যে আবস্থাতে এসে গেছেন, তাতে তার আগের জনপ্রিয়তা চেয়ে এখন কার জনপ্রিয়তা কমে গেছে, তার মূল কারণ তিনি নিজেই।
০৫ - আগষ্ট এর পর থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির ভেতর অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা জায়গা করে নিয়েছে, দলের অনেক নেতা কর্মী মাদক দ্রব্য সেবন ও বিক্রি সাথে জড়িত, মাটি, ও চাঁদা বাজি, সহ বিভিন্ন অপরাধের অভিযুক্ত হচ্ছে জেলা বিএনপির নেতা কর্মীরা।
দলের সভাপতি হয়ে বিষয় গুলি জানার পরেও তেমন জোড়ালো ভূমিকা পালন করছে না, এছাড়াও মানিকগঞ্জ সদর উপজেলা এবং সাটুরিয়া উপজেলার সাধারণ মানুষের মাঝে তার গ্রহণ জগতা অনেক কম, তার কারণ তিনি সাটুরিয়া উপজেলা তেমন কোন পথপদ যাত্রা করেন নাই, এছাড়াও বিভিন্ন সময় তার কর্মীরা তেমন কোন ভালো কোন কার্যকর ভূমিকা পালন করতে পারে নাই।
সদর উপজেলা ঘুরে দেখা গেছে বর্তমানে মানুষ নির্বাচন চায় না, তার পরেও যদি নিবার্চন হয় তবে ( বর্তমান) বিএনপি সভাপতি আফরোজা খান রিতার চেয়ে প্রায় তিন গুন জনপ্রিয় হয়ে আছেন, বিএনপির আরেক জেলা সহ সভাপতি জনাব মো আতাউর রহমান আতা, তার পদাচরণ অনেক বেশি। বিশেষ করে তার কর্মী জন প্রিয়তা অনেক বেশি।
তার জন্য মানুষের মাঝে যে আস্তা আছে, তা রিতা মাঝে থেকে পাওয়া যায়না, সাধারণ মানুষ সব সময় চায় তাদের কথা তার প্রিয় বা আস্তা ভাজন মানুষের কাছে বলে, আগষ্টের পর থেকে মানুষের মাঝে যে পরিবর্তন এসেছে তার ফল মানুষ প্রকাশ করবে তার ভোটর অধিকারের মাধ্যমে।
তাই দলকে সঠিক নিয়ন্ত্রণ না আসে হয়তো আগামী জাতীয় নিবার্চনে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এমপি হয় ওঠা কঠিন হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স