ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বৃত্ত কুবির নেতৃত্বে সানি-নাঈম


আপডেট সময় : ২০২৫-০৫-২৭ ২০:৫৬:৫৯
বৃত্ত কুবির নেতৃত্বে সানি-নাঈম বৃত্ত কুবির নেতৃত্বে সানি-নাঈম


কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চিত্রশিল্পীদের সংগঠন 'বৃত্ত কুবি'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়ছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন তাওহীদ হুসাইন সানি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত নাঈম মিয়া।


সোমবার (২৬ মে) বৃত্ত কুবির ফেসবুক পেজে বৃত্ত কুবি'র দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মেহেদী হাসান প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সায়মা কাদের, সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মাহমুদুল হাসান অনিক, অর্থ সম্পাদক পদে মনোনীত হয়েছেন জামান বাবু, দপ্তর সম্পাদক পদে মনোনীত হয়ছেন ফয়সাল জাফর, প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফাদিহা মোশারত আদ্রিতা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন তাসমিয়া মাহমুদ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন সজীব আহসান এবং প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আবু বকর ছিদ্দিক।


সদ্য মনোনীত সভাপতি তাওহীদ হুসাইন সানি বলেন, 'আমাকে “বৃত্ত কুবি”-র সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো, এটি শুধু সম্মান নয় বরং এটি একটি দায়বদ্ধতা, একটি বড় চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, শিল্প ও সংস্কৃতি কোনো ভৌগোলিক সীমানায় বাঁধা নয়—এটি একটি জীবনদর্শন। সেই দর্শনের পথ ধরেই আমরা বৃত্ত কুবিকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চাই। সংগঠনের কর্মকাণ্ডে নবীন ও প্রবীণের সৃজনশীল অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, যেখানে সবাই একসাথে স্বপ্ন দেখবে, ভাববে ও নির্মাণ করবে।'




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ