ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীর ৩ সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ।


আপডেট সময় : ২০২৫-০৫-২৭ ১৯:২০:৪৫
ভূরুঙ্গামারীর ৩ সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ। ভূরুঙ্গামারীর ৩ সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ।
 
 
ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ জাকারিয়া হোসেন : ভূরুঙ্গামারীর ৩ সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে পু শইন করেছে বিএসএফ।

যার মধ্যে সোনাহাট সীমান্ত দিয়ে ৮ জন 
(৫ জন পুরুষ, ৩ জন নারী), বহলগুড়ি সীমান্ত দিয়ে ৮ জন (৬ জন পুরুষ, ২ জন নারী) এবংকচাকাটার কেদার সীমান্ত দিয়ে ৭ জন (২ জন পুরুষ, ২ জন নারী)। মঙ্গলবার (২৭ মে) ভোরে দিকে ভূরুঙ্গামারীর ৩টি সীমান্ত এলাকা দিয়ে এসব নাগরীককে পুশইন করে বিএসএফ।

পরে তাদের আটক করে ৩ বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি বিজিবি। তাই ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলে দেয়া ২৩ জন কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। এসব নাগরীক বিজিবি কেদার, সোনাহাট ও বহলগুড়ি ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে বিজিবি সূত্রে জানাগেছে। এবিষয়ে

কুড়িগ্রাম-২২বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক জানান, ২৩ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ