বরিশালে এবারের কোরবানির আকর্ষণ ৩৫ মণ ওজনের বিশাল আকৃতির গরু ফণী-২
বরিশালে এবারের কোরবানির আকর্ষণ ৩৫ মণ ওজনের বিশাল আকৃতির গরু ফণী-২
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ এবারের ঈদ-উল আজহায় বরিশালের বানারীপাড়ায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে ফণী-২ নামের প্রায় ৩৫ মণ ওজনের বিশাল আকৃতির এক ষাড় গরু। তিন বছরের ভালোবাসা ও লালন-পালণে এ ষাড় গরুটি বেড়ে উঠেছে। এটি লম্বায় প্রায় ১২ ফুট এবং উচ্চতা ৬ ফুটের মতো।
২০১৯ সালে বয়ে যাওয়া সুপার সাইক্লোন ফণীর নামে এর নাম রাখা হয়েছে ‘ফণী টু’। কাঁচা ঘাস বাদেই গড়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খায় প্রায় ৩৫ মণ ওজনের বিশালাকৃতির এ গরু। গরুটি আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করছেন বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. শাকিল সুমন। বাবা-ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের পরম যতু ও ভালোবাসায় তিন বছরে এটি বেড়ে উঠে বিশাল আকৃতি ধারণ করে সবার নজর কেড়েছে।
ষাড় গরুর মালিক আব্দুস সালাম বলেন, গরুটি আমাদের হাতালের (খামার) একটি গাভীর বাচ্চা। এটি তিন বছর ধরে আমাদের এ হাতালে লালন পালন করছি। বিশালাকৃতির এ গরুটি এবারের কোরবানির ঈদে বিক্রির চিন্তাভাবনা করছি। আল্লাহ্ রহমত করলে এটি বিক্রি করব।
তিনি বলেন, আমরা গ্রামাঞ্চলের লোক, এখানে এত বড় গরুর কাস্টমার তেমনভাবে আসে না। তবে আসলে এবং বনিবনা হলে খামারিদের থেকে অনেক কম মূল্যে গরুটি দিয়ে দেব।
তিন বছর ধরে গরুটি শুধু প্রাকৃতিক খাবারেই বড় হয়েছে বলে দাবি করে তিনি বলেন, কেউ যদি প্রমাণ করতে পারেন এই গরুকে ফিড খাইয়ে বা ফরমালিন যুক্ত খাবার খাইয়ে বড় করেছি। তাহলে তাকে এমনিতেই (ফ্রি) এটি দিয়ে দেব। আমি এ গরুকে গমের ভুসি, ভূট্টার গুড়ি, ডাবলির ভুসি,সয়াবিনের ভুসি, ছোলা বুট আর ভূট্টা ভাঙা খাইয়েছি। এছাড়াও গরুটিকে খুদ, খৈল, কলা ও ঘাস খাওয়ানো হয় বলে জানিয়েছেন আব্দু সালামের ছেলে মো. শাকিল সুমন। তিনি বলেন, গরুটি স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭০ কেজি খাবার খায় তবে বর্তমানে গরমের কারণে কিছুটা কম খাবার খাওয়াচ্ছি।
তিনি আরও বলেন, এ গরুটিকে খুব যতœ করে লালন পালন করা হয়েছে। সবসময় এটা ফ্যানের নিচে থাকে। রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয় এবং প্রতিদিন দুই বেলা গোসল করানো হয়। ‘ফণী-টু’ কিনতে কেউ এসেছেন কি না প্রশ্নে শাকিল সুমন বলেন,বড় গরুর ক্রেতা বরিশালে একটু কম, তারপরও ক্রেতা আসছে কিন্তু এখনও বনিবনা হয়নি। বনিবনা হয়নি বিধায় গত বছর ফণী-১ নামের এরকম একটি বড় গরু চিটাগাং নিয়ে আমাদের বিক্রি করতে হয়েছে।
এবার প্রায় ৩৫ মণ ওজনের এই গরুটির দর চাচ্ছি ১৫ লাখ টাকা। তবে দরদাম করা যাবে বলেও জানান তিনি। তাদের খামারে কোরবানীতে বিক্রয় উপযোগী বিভিন্ন সাইজের আরও বেশ কয়েকটি ষাড় গরু রয়েছে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স