ঢাকা , সোমবার, ২৬ মে ২০২৫ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-০৫-২৫ ২৩:৩৩:৫৫
ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন
 
 
জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি : ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’ এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৫ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

 
এর আগে, ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ট্রাংক রোড ঘুরে ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক সভায় মিলিত হয়।

 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।


সহকারী কমিশনার (জেনারেল সার্টিফিকেট শাখা ও রেভিনিউ মুন্সিখানা শাখা) ফাহমিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, খেলাফত মজলিশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ এবং ছাত্র প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ ও ওমর ফারুক।

 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার ও সহকারী কমিশনার (নেজারত শাখা) তানভীর আহমেদ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।








 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ