রানা ইসলাম বদরগঞ্জ রংপুর : রংপুরের বদরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ২৩ মে পৌরসভার ৯ নং ওয়ার্ডেের বিলপাড়া ধান ক্ষেতের মাঝখান থেকে লোকমান হোসেন (২৮) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।মৃত লোকমান হোসেন পার্বতীপুর উপজেলা হামিদপুর ইউনিয়ন ইছুবপুর নয়াপাড়া গ্রামের বাহারউদ্দীন ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
মৃত্যু লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম বলেন, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আমার স্বামীকে মোবাইল ফোনে একজন কল দেয়। তারপর ঐ রাতে আর বাড়ি ফেরেনি।পরের দিন দুপুর তিনটার দিকে তার মৃত্যু সংবাদ পাই।এখন আমি আমার স্বামী লাশ নেওয়ার জন্য বদরগন্জ থানায় আসি।
স্থানীয়রা জানান, আনুমানিক সকাল ১০ টার দিকে ধানক্ষেতের মালিক মন্ডল নামে জনৈক ব্যক্তি ধান ক্ষেত দেখতে যান। প্রধান সড়ক থেকে ৩০০ গজ দূরে একটি মরদেহ পড়ে থাকা দেখতে পান। পরে জানা জানি হলে স্থানীয়রা ও আশপাশের লোকজন মরদেহ দেখার জন্য ঘটনাস্থলে ছুটে যান। এবং পুলিশকে জানান।
পুলিশ জানায়, ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকলে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ট্রান্সমিটার চুরি করতে এসে বিদ্যুৎস্পর্শ মারা যায়। তবে বিদ্যুতের তারকাটার যন্ত্রাংশ পাওয়া গেছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। মরদেহ উদ্ধারের সময় হাফ প্যান্ট ছিল যা এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, মরদেহের পরিচয় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।