কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার কামারখোনা (কিশোরগঞ্জ- ভৈরব) মহাসড়ক এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি মিজানুর রহমান ওরফে মিজান (৩৩) কটিয়াদী উপজেলার কামারখোনা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার রাতে মাদক কারবারি মিজানকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামারকোনা এলাকার নিজ বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানার এসআই বাছেদ মিয়ার নেতৃত্বে এসআই সাইদুল ইসলাম, এএসআই মোস্তাক মিয়া সহ পুলিশের এক দল ফোর্স ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করে। পরে রাতে তাকে কটিয়াদী থানায় আটক রাখা হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আসামি মিজান ১৯ টি মাদক মামলার অভিযুক্ত আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে নতুন মামলা করে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স