ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর শহিদ


আপডেট সময় : ২০২৫-০৫-২২ ২২:৩১:১৩
রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর  শহিদ রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর শহিদ


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১০টি চোরাই মোবাইল-সহ মোঃ শহিদ (২৩), নামের এক চোরকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২১ মে) রাত পৌনে ৮ টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার সোনাদীঘি মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আসামি মোঃ শহিদ (২৩), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মোঃ খায়রুল ইসলামের ছেলে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।


তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘী মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত পৌনে ৮ টায় বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১০টি চোরাই মোবাইল ফোন-সহ চোর শহিদকে গ্রেফতার করে।


জিজ্ঞাসাবাদে শহিদ জানায়, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। মোবাইলের ফোনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনগুলো আনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাসুদ রানা রাব্বানী





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ