কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনের সোমবার (১৯ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করনের লক্ষ্যে দুই দিন ব্যাপী ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, গ্রাম আদালত কাউখালী উপজেলা শাখার সমন্বয়কারী পারভিন আক্তার।
উপজেলার সদর ইউনিয়ন ও সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতের মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, গ্রাম আদালত হল স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি অন্যতম মাধ্যম। গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে।