মোঃ জাকারিয়া হোসেন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুূরুঙ্গামারীতে চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্তমান কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম বাবু (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সদরুল আলম বাবু উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের চর ভুরুঙ্গামারী গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।