(সুমন মন্ডল পাবনা)। পাবনার সাঁথিয়া় উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের অরাজনৈতিক সন্ত্রাসীদের নিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি দেওয়াই (১৭মে রোজ শনিবার)।
প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যারা আওয়ামী লীগের দোসর ছিলো তারা এই কমিটিতে স্থান পায় কিন্তু পূর্বের যারা ১৭ বছর বিএনপির কমিটিতে ছিলো ১৭ বছর বিএনপিকে ধুলাউড়িতে বাঁচিয়ে রেখছে তাদের এই কমিটিতে কোনো স্থান হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, বাহাদুর আলী, সাবেক সভাপতি ধুলাউড়ী ইউনিয়ন বিএনপি। মো: আমিরুল ইসলাম খসরু, সাবেক সাধারণ সম্পাদক ধুলাউড়ী ইউনিয়ন শাখা।
বিএনপি উপস্থিতি ছিলেন, আবু সাইদ মীর সাবেক সাংগঠনিক সম্পাদক ধুলাউড়ী ইউনিয়ন শাখা বিএনপি। দেশ গড়েছে শহীদ জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া এই স্লোগান কে সামনে রেখে ধুলাউড়ি ইউনিয়ন বিএনপি অঈ সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল করেন। অবৈধ কমিটি মানি না মানবোনা। অতি অবিলম্বে উক্ত কমিটি বাতিল করতে হবে। ধুলাউড়ী হাই স্কুল মাঠ থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। ধুলাউড়ী বাজারে সড়কে নেতা কর্মীরা পাই হেঁটে প্রতিবাদ মিছিল করেন।
এই প্রতিবাদ সভা আয়োজন করেন, ধুলাউড়ি ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এর কর্মীরা।