লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫-বিজিবি)-এর অধীন ১১টি স্থানে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকার ভারতীয় মদ, গাঁজা, হিমায়িত গরুর মাংস, চিনি, আইফোন ডিসপ্লে, বাইসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চিমটি বিল, সিন্দুর খান, কাকমারছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর, ও তেলিয়াপাড়া বিওপির টহল দল তিন দিনে।
মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরসহ ১১টি স্থানে অভিযান চালিয়ে ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকার ভারতীয় মদ, গাঁজা, হিমায়িত গরুর মাংস, চিনি, আইফোন ডিসপ্লে, বাইসাইকেল ও ট্রাক জব্দ করেছে।
ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল থানা ও কাস্টমে বুঝিয়ে দেয়া হয়েছে।