মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর প্রতিনিধি: স্থান: দিনাজপুর প্রেস ক্লাব, নিমতলা, দিনাজপুর তারিখ: ১৮ মে ২০২৫ আজ দিনাজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত
এক সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল কুদ্দুস বাবুল (৫০), পিতা মোঃ মইনুল ইসলাম, সাং-রামনগর লেবুর মোড়, থানা কোতোয়ালি, দিনাজপুর, এবং তার পিতার অংশীদার মোহাম্মদ হামিদুল (৬৫), সাং-কালিতলা, থানা কোতোয়ালি, জেলা দিনাজপুর; যৌথভাবে একজন প্রতারক ও অপরাধী চক্রের সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, মোঃ শাহিনুর ইসলাম (৫২), পিতা-মফিজ উদ্দিন, গ্রাম-পশ্চিম রামনগর, বর্তমানে মহাবলীপুর, থানা কোতোয়ালি, দিনাজপুর; একজন প্রতারক, চোর ও মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি বিভিন্ন সময়ে জমি ক্রয়-বিক্রয়ের নামে পার্টনারশিপের আড়ালে প্রতারণা করে আসছেন।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, মোট ১.১৮ একর জমির মধ্যে নির্মিত দুটি আধা পাকা ঘর অবৈধভাবে দখল করে সেখানে তিনি ও তার সহযোগীরা চোরাই দেশীয় মদ ও অন্যান্য মাদক সেবনের কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছেন। ঘর ছাড়ার অনুরোধ বারবার জানানো হলেও তিনি কর্ণপাত করেননি, বরং উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।
তারা আরও অভিযোগ করেন, ১.১৪ একর জমি বিক্রয়ের লভ্যাংশ ৪০ লক্ষ টাকার মধ্যে তাদের পিতার অংশ ১৩ লক্ষ ৩৩ হাজার টাকা হলেও, শাহিনুর ইসলাম মাত্র ৯ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তী সময়ে বাকি পাওনার বিপরীতে ৫ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক (রূপালী ব্যাংক, মহিলা শাখা, দিনাজপুর, চেক নম্বর ১৪১৮১৮৯) প্রদান করলেও তা এখনো পরিশোধ করেননি।
এছাড়াও অবশিষ্ট ৪ শতক জমির বিষয়ে কোনো কথা বলছেন না শাহিনুর ইসলাম। সর্বশেষ ২৮ এপ্রিল ২০২৫ তারিখে সরাসরি দেখা করে পাওনা টাকা এবং জমির বিষয়টি সমাধান চাওয়ায় উল্টো বাবুলের উপর হামলা করে হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেন।
এছাড়া অভিযোগে বলা হয়, শাহিনুর ইসলাম অতীতে ডাকাতির মামলায় (মামলা নম্বর ২৬, তারিখ ১৩/০১/২০১১, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) অভিযুক্ত ছিলেন এবং একজন পরিচিত ডাকাত দলের সদস্য হিসেবে পরিচিত।
মোঃ আব্দুল কুদ্দুস বাবুল সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানান, প্রতারক মোঃ শাহিনুর ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার আত্মসাৎ করা ৫ লক্ষ ৫০ হাজার টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক।