ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৫-১৭ ২৩:৩১:০৭
শেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার শেরপুরে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
 

 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় ১২টি বস্তায় রাখা ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। 

১৭ মে শনিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী রাংটিয়া এলাকা থেকে ওইসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ির পাশে ১২ বস্তা ভারতীয় মদ আবর্জনা দিয়ে ঢেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম সঙ্গীত ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আবর্জনার ভিতর থেকে ১২টি বস্তায় রাখা ৩০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। 

 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, এ বিষয়ে পরবর্তী  আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ