ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন হোটেল শ্রমিক নিহত।
আপডেট সময় :
২০২৫-০৫-১৭ ১৯:৩০:৫৭
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন হোটেল শ্রমিক নিহত।
দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার এলাকায় মাইক্রোবাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন হটেল শ্রমিক নিহত হয়েছে।
নিহতরা হলেন, ফুলবাড়ী শাহাবাজপুর গ্রামের মোঃ লুৎফর রহমানের পুত্র সোহাগ হোসেন (২৬) ও বিরামপুর উপজেলার মুর্শাখালি গ্রামের নাজমুল হকএর পুত্র তোজাম্মেল হক (৩৬)
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, গত ১৭ মে রাত আনুমানিক ১ টাক ১০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থল থেকে মটর সাইকেল চালক সোহাগের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করি এবং আহত তোজাম্মেল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে সে মারা যান। মৃতদেহের সুরত হাল শেষে তাদের পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স