ফুলবাড়ীর পল্লীতে সন্ত্রাসী কর্তৃক দোকান ঘর ভাংচুর ও দখরের চেষ্ঠা
আপডেট সময় :
২০২৫-০৫-১৭ ১৭:০৫:১২
ফুলবাড়ীর পল্লীতে সন্ত্রাসী কর্তৃক দোকান ঘর ভাংচুর ও দখরের চেষ্ঠা
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীর উপজেলার কাজিহাল ইউপির দাদুল গ্রামে সন্ত্রাসী কর্তৃক আব্দুল জব্বার এর দোকানঘর ভাংচুর ও দখলের চেষ্ঠা। ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপর কাজিহাল দাদুল গ্রামের মৃত নছির উদ্দীন এর পুত্র আব্দুল জব্বার এর ফুলবাড়ী থানায়
গত ১৬/০৫/২০২৫ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, আব্দুল জব্বার এর ছোট ভাই আব্দুল জলিল গত ৩০/১০/১৯৯১ ইং সালে আছিয়ার রহমান এর কাছ থেকে ৫০৬৫ ও ৫০৬৬ নং দলিল মূলে ২০ শতক, ০৫/১১/১৯৯৫ইং সালে মোঃ আয়েজ উদ্দীন এর কাছ থেকে ৪৮৪২ নং দলিল মূলে ১০ শতক ও ০৫/১১/১৯৯৫ইং সালে মোঃ শহিদুল ইসলাম এর কাছ থেকে ৪৮৪৩নং দলিল মূলে ৫ শতক সর্ব মোট ৩৫ শতক জমি ক্রয় করে খাজনা খারিজ ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে ২০১৭ইং সাল থেকে বসবাস করে আসছেন।
জুলাই আগষ্ট এর ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর হঠাৎ করে আনোয়ার হোসেন, মতিয়ার রহমান, জামিল হোসেন, সাগর হোসেন, কিবরিয়া, হেলাল, মিরাজুল ইসলাম গংরা আব্দুল জব্বার এর তৈরি করা ১০টি দোকানঘর এবং জায়গা তাদের দাবি করে জোর পূর্বক অবৈধ্যভাবে দখল করার চেষ্টা করে আসছিল।
উল্লেখ্য যে, গত ১৬/০৫/২০২৫ইং তারিখ ভোর ৪টায় উল্লেখ্য ব্যক্তিরা ফুলবাড়ী থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে দোকান ঘরের বারান্দার পিলার ভেঙ্গে দেয় এবং সেখানে থাকা বেশ কিছু গাছপারা কেটে ফেলে এতে আব্দুল জব্বার এর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধাণ হয়।
এই ঘটনায়, আব্দুল জব্বার আইনি সহায়তা চেয়ে ৯৯৯ এ ফোন দিলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে এবং অভিযোগ করার কথা বলে। পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে মোঃ আব্দুল জব্বার প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আইনি সহায়তা চেয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স