ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব 

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-১৭ ১৬:২৫:৫৯
তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব  তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব 



নিজস্ব প্রতিবেদক : খুলনার রুপসা থানা এলাকা হতে যশোরের তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব-৬


র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।


র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, হত্যা, ডাকাতি, বিষ্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯ টি মামলার আসামি এবং ০৯ টি মামলায় ওয়ারেন্টভূক্ত যশোরের তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক একজন সন্ত্রাসী খুলনা জেলার রুপসা থানাধীন জাবুসা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ১৬ই মে ২০২৫ তারিখ সময় ২৩০৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি - মোঃ সাগর শেখ, পিতা-ফায়েক শেখ, সাং-কাজলিয়া বাজার, থানা ও জেলা গোপালগঞ্জ, এ/পি-রেলগেট পশ্চিম পাড়া সড়ক, কলাবাগান, থানা-কোতয়ালী, জেলা-যশোর’কে গ্রেফতার করে। আসামি মোঃ সাগর শেখ একজন চিহ্নিত এবং তালিকাভুক্ত সন্ত্রাসী।


গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ