ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বানারীপাড়ার যুবক মিথুনের মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৫-১৭ ১৬:২৪:০৪
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বানারীপাড়ার যুবক মিথুনের মর্মান্তিক মৃত্যু মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বানারীপাড়ার যুবক মিথুনের মর্মান্তিক মৃত্যু
 
 
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ

পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে এনে স্ত্রী ও বিধবা মায়ের মুখে হাসি ফোটাতে দু'বছর আগে দু'চোখে হাজারো স্বপ্ন আর এক বুক আশা নিয়ে সুদূর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন বরিশালের বানারীপাড়া পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের সুদর্শন টকবগে যুবক মহসিন হোসেন মিথুন (৩৩)। সেখানে একটি কোম্পানীতে ভাল বেতনে তার চাকরিও হয়েছিল। স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করে সেখানে প্রিয়তমা স্ত্রী ও প্রাণপ্রিয় মাকে রাখবেন। একদিন সন্তানের বাবা হবেন। সন্তানের মুখে আধো আধো কন্ঠে বাবা ডাক শুনবেন। 

মিথুন বানারীপাড়া ভূমি অফিসের প্রয়াত কর্মচারি মোঃ হারেস আকনের জ্যেষ্ঠ ছেলে। এক সময় ভালো ফুটবল খেলতেন তিনি। সম্প্রতি বাংলাদেশে ছুটি কাটিয়ে কর্মস্থল মালয়েশিয়ায় যান মিথুন। এক পলকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মিথুন ও তাকে ঘিরে তার পরিবারের সব স্বপ্ন তাসের ঘরের মত ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
 
শুক্রবার (১৬ মে)  বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে মালয়েশিয়ার শাহআলম নামক স্থানে বাড়িতে বেতনের টাকা পাঠিয়ে রাস্তা পারাপারের সময় প্রথমে প্রাইভেট কার ও পরে বাসের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই রেমিটেন্স যোদ্ধা মিথুনের মর্মান্তিক মৃত্যু হয়। মিথুনের এ মর্মান্তিক মৃত্যুর খবরে তার বানারীপাড়ার বাড়িতে শোকের মাতম বইছে। তার স্ত্রী,মা ও ভাই-বোনসহ স্বজনদের কান্না-আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। গোটা এলাকায় বইছে শোকের ছায়া। 

এদিকে তার মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্যের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ায় তা দেখে স্বজনদের কষ্ট আরও বেড়ে গেছে। স্বজনদের এখন শুধুই অপেক্ষা কখন কফিন বন্দি মিথুনের নিথর মরদেহ দেশে ফিরে আসবে। কারন তার কবরের শেষ স্মৃতি চিহৃটুকু নিয়েই স্বজনদের আমৃত্যু চোখের জলে ভাসতে হবে। 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ