নিজস্ব প্রতিবেদক :
যশোর জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট বাজার এলাকা হতে অজ্ঞানপার্টির মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৬
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, অজ্ঞানপার্টি ও মলমপার্টিসহ বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আসন্ন পবিত্র ঈদুল আযহার নিরাপত্তা নিশ্চিতকল্পে অজ্ঞানপার্টি ও মলমপার্টিসহ বিবিধ প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ১৫ মে ২০২৫ র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বিকাল ১৮৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি আবু সাঈদ শেখ (৪১), পিতা-মৃত জব্বার শেখ, গ্রাম-মীরা পাড়া (আটেরহাট) থানা-নড়াইল সদর, জেলা-নড়াইলকে গ্রেফতার করে।
আসামি আবু সাঈদ শেখ (৪১), পিতা-মৃত জব্বার শেখ, গ্রাম-মীরাপাড়া (আটেরহাট) থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল একজন সক্রিয় মলমপার্টি ও অজ্ঞানপার্টির একজন মূলহোতা। সে তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী মিলে সাধারণ মানুষকে টার্গেট করে কৌশলে চেতনানাশক খাবার খাওয়ায় এবং অজ্ঞান করে সবকিছু লুট/চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে প্রতারণা মামলা, চুরি মামলা, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, মাদক মামলা, সড়ক পরিবহন আইনে মামলা সহ মোট ১০ টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।