ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫ , ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টি পাথরের মূর্তিসহ যুবক গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৫-১৬ ১৬:২৫:০৬
কুষ্টি পাথরের মূর্তিসহ যুবক গ্রেফতার কুষ্টি পাথরের মূর্তিসহ যুবক গ্রেফতার

 


মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: 

ভারতে পাচারের উদ্দেশ্যে 
শ্বশুরবাড়িতে রাখা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ র‍্যাবের অভিযানে আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) র‍্যাব-১৩ এর একটি টিম এই অভিযান পরিচালনা করে।


র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকার মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে আবু বক্কর ছিদ্দীককে আটক করে র‍্যাব। তারা সম্পর্কে শ্বশুর-জামাই। এই সময় তার হেফাজতে থাকা একটি কালো রঙ্গের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। আবু বক্কর ছিদ্দীক পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় এলাকার মোবারক শেখের ছেলে


র‍্যাব জানায়, আবু বক্কর ছিদ্দীক ভারতে পাচারের উদ্দেশ্যে বিষ্ণু মূর্তিটি নিয়ে আসে তার শ্বশুরবাড়িতে। উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল সে। এরই মধ্যে আজ দুপুরে র‍্যাব অভিযান পরিচালনা করলে বিষয়টি বুঝতে পেরে ছিদ্দীক একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তুাসহ দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে। পরে বস্তা থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৩৩ কেজি ৫০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ হাজার টাকা।


এই ঘটনায়, নীলফামারী র‍্যাব ১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক আবু বক্কর ছিদ্দীককে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর 25 (B) (1) (A) ধারায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


দেবীগঞ্জ থানার ওসি (তফন্ত) প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল আসামীকে আদালতে প্রেরণ করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ