পৃথক অভিযানে কুষ্টিয়ার সুরমান খাঁ হত্যা মামলার ০৫ জন আসামী র্যাব কর্তৃক গ্রেফতার।
পৃথক অভিযানে কুষ্টিয়ার সুরমান খাঁ হত্যা মামলার ০৫ জন আসামী র্যাব কর্তৃক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : পৃথক অভিযানে কুষ্টিয়ার সুরমান খাঁ হত্যা মামলার ০৫ জন আসামী র্যাব কর্তৃক গ্রেফতার।
গত ০৮/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.০০ ঘটিকার, সময় স্বর্ণালংকার চুরির অভিযোগে ভিকটিম মো: আশরাফুল (২২)’কে কুষ্টিয়া মডেল থানার ত্রিমোহনী জননী ক্লিনিকের ছাদে নিয়ে গিয়ে আসামী মো: আজিম হক (৩৫), মো: সাদ্দাম (৩৫), মো: রানা (৪০), মো: শফিকুল (৪০) ও মো: মানিক (৩৮)’সহ অপরাপর আসামীগণ তাদের হাতে থাকা লোহার রড দ্বারা মারধর করে জোরপূর্বক ভিকটিম ও সুরমান খাঁ (৪২)’দ্বয় চুরির ঘটনার, সাথে জড়িত এবং চুরির মালামাল সুরমান খাঁ এর নিকট আছে মর্মে স্বীকার করতে বাধ্য করে।
অতঃপর ০৯/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় আসামী মো: রানা (৪০), মো: আজিম হক (৩৫) ও মো: শফিকুল (৪০)’গণ ভিকটিম সুরমান খাঁ (৪২)’কে তার বাড়ি হতে তুলে নিয়ে যায়, এবং ভোর ০৪.০০ ঘটিকা পর্যন্ত নির্যাতন করে এবং খবর পেয়ে ভিকটিম সুরমান খাঁ এর স্ত্রী ভিকটিমকে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে একই তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় পুনরায় আসামীগণ ভিকটিম সুরমান খাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে চর থানাপাড়ার রাস্তার খাম্বার সাথে বেঁধে এবং গড়াই নদীর চরে নিয়ে গিয়ে মারধর করে।
ভিকটিম সুরমান খাঁ এর স্ত্রী ভিকটিমকে খুঁজতে থাকে। পরবর্তীতে ১০/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.১৫ ঘটিকায় ভিকটিম সুরমান খাঁ এর মৃত্যুর সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী কুষ্টিয়া মডেল থানার চর থানাপাড়াস্থ জনৈকা আমেনার বাড়ির পিছনে খোলা রান্না ঘরের লোহার এঙ্গেলের সহিত ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে বাথরুমের সাথে হেলান দিয়ে বসা অবস্থায় দেখতে পায়।
উক্ত ঘটনায়, ডিসিস্টের স্ত্রী রুপা খাতুন (৩৭) এর অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানার মামলা নং- ০৯, তারিখ- ১০/০৪/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩৮৪/৩০২/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল ১৫/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৫০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মো: আজিম হক (৩৫), পিতা- মৃত মিরচাঁদ, সাং- চর থানাপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া ও ১৯.৫০ ঘটিকায় ডিএমপি, ঢাকার লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ২। মো: সাদ্দাম (৩৫), পিতা- গুদা মন্টু, সাং- চর থানাপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া এবং র্যাব-৪ এর সহযোগীতায় অদ্য ১৬/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০০.০৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন আলমনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী ৩। মো: রানা (৪০), পিতা- মো: নিয়ামত, ৪। মো: শফিকুল (৪০), পিতা- মো: হাসেম, ৫। মো: মানিক (৩৮), পিতা- নুরুল ইসলাম, সর্ব সাং- চর থানাপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া’গণকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স