নিজস্ব প্রতিবেদক : খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বায়লারহানিয়া গ্রামে মাছের ঘের দখলের চেষ্টায় হামলার অভিযোগ উঠেছে। উপজেলার বায়লারহানিয়া গ্রামের ফারুক হোসেন সানার এস এ ৯৬ নং খতিয়ানের জমির মাছের ঘের দখল ও হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এ মর্মে ফারুক সানার স্ত্রী আলেয়া খাতুন অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা ও অভিযোগ থেকে জানা যায়, ৮ই মে বৃহস্পতিবার রাত ১০টায় উক্ত জমিতে ১৪৪ ধারায় স্থিতিবস্থা আদেশ চলমান অবস্থায়। একই গ্রামের আব্দুল খালেক, শফিকুল উভয় পিতা মৃত বেলায়েত সানা, রবিউল, রিয়াসাদ, রাজ্জাক, আমজেদ সানারা মিলে দা, লাঠি, লোহার রড, জাল, খারাই, বস্তা, ড্রাম নিয়ে ফারুকের মাছের ঘেরে প্রবেশ করে মাছ ধরতে থাকে। ফারুক বাড়ীতে না থাকা তার স্ত্রী ও স্বজনরা এ কাজে বাঁধা দিলে। শফিকুল সানা লাঠি দিয়ে আলেয়া কে মারপিট করে। আরিফা খাতুন ঠেকাতে গেলে রবিউল তাকে শ্লীলতাহানী ঘটায়।
তাদের হামলায় সুজন ও নাছিমা গুরুতর আহত হয়। তারা মাছের ঘের থেকে মাছ ধরে নিয়ে যায়।
হামলায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন। আরিফা গর্ভবতী হওয়ায় তার অবস্থা গুরুতরের জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আলেয়া খাতুন গংরা জানান, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তারা প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছেন না। তারা এ ঘটনার সু বিচারের দাবি জানান। এ বিষয়ে খালেক গংদের কাছে জানতে সরজমিনে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।