যৌতুকের জন্য গুরুতর জখম মামলার আসামী মো : করিম রাজধানীর জুরাইনে র্যাব কর্তৃক গ্রেফতার।
যৌতুকের জন্য গুরুতর জখম মামলার আসামী মো : করিম রাজধানীর জুরাইনে র্যাব কর্তৃক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : যৌতুকের জন্য গুরুতর জখম মামলার আসামী মো : করিম (৪৭) রাজধানীর জুরাইনে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
বিগত ২০০৭ সালে ভিকটিম (৩৬) এর সহিত আসামী মো: করিম (৪৭) এর ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। আসামী করিম ভিকটিমের সহিত অযথা ঝগড়া করে যৌতুক বাবদ টাকা নিয়ে আসার জন্য ভিকটিমকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। গত ০২/০২/২০২৫ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় আসামী মো: করিম ভিকটিমকে অকথ্য ভাষায় গালমন্দ করে ভিকটিমকে তার বাবার বাড়ি হতে যৌতুক বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা আনতে বলে। ভিকটিম যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে আসামী মো: করিম ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে এলোপাথারী মারধর করে গুরুতর জখম করে।
পরবর্তীতে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ০৬, তারিখ- ০৪/০২/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ১১(খ) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৫/০৫/২০২৫ তারিখ রাত আনুমান ২০.৪৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহারনামীয় আসামী মো: করিম (৪৭), পিতা- আব্দুল খাঁ, সাং- মাইজপাড়া, পানবাড়ী, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স