সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে বাকৃবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আপডেট সময় :
২০২৫-০৫-১৬ ০১:৪৫:০২
সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে বাকৃবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
বাকৃবি প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন এবং সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে তরিকুল ইসলাম তুষার বলেন, "আমরা সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিরাপদ শিক্ষাঙ্গন প্রত্যেক ছাত্রের অধিকার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একজন ছাত্রের রক্তে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রঞ্জিত হয়েছে। তাই আমরা ঢাবির সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স