ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যাগে প্রশিক্ষণ কোর্স ও গ্রন্থাগারের উদ্বোধন।


আপডেট সময় : ২০২৫-০৫-১৫ ২৩:৪১:০১
জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যাগে প্রশিক্ষণ কোর্স ও গ্রন্থাগারের উদ্বোধন। জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যাগে প্রশিক্ষণ কোর্স ও গ্রন্থাগারের উদ্বোধন।


জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে মাসুম আহমদ। সুনামগঞ্জের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের উদ্যাগে ইংরেজি ভাষা শিক্ষা, সেলাই প্রশিক্ষণ কোর্স ও গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠান


আজ বৃহস্পতিবার (১৫ মে)  বিকেলে পৌর শহরের হবিবনগর রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়ার সভাপতিত্বে ও রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী মুরাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যাহ,


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, ট্রাস্টি ছমির আলী, আব্দুস ছাত্তার, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক লুৎফুর রহমান, ব্যবসায়ী জুলফিকার মনির, ফয়জুল্লাহ প্রমুখ।


সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। এবার ট্রাস্টের উদ্যাগে ইংরেজি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ কোর্স চালু করায় শিক্ষার্থীরা উপকৃত হবে। এছাড়াও নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রন্থাগার স্হাপনের মাধ্যমে উপজেলাবাসীকে আলোকিত করার প্রয়াস প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সভাপতির বক্তব্যে ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, ট্রাস্টের উদ্যাগে এবার আমরা বৃত্তি বিতরণ না করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছি। বর্তমান প্রজন্মের কথা চিন্তা করে আগামীতে আরো এর প্রসার ঘটাতে আমরা কাজ করব। 


তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন দিয়ে আসছি। এবার ইংরেজি ভাষা শিক্ষার ওপর প্রশিক্ষণ ও নারীদের জন্য বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। রিসোর্স সেন্টারে গ্রন্থাগার চালু করা হয়েছে। তিনি উদ্বোধনী অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ