কচুয়ায় ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী মিছিল
আপডেট সময় :
২০২৫-০৫-১৫ ১৮:৪৮:১৭
কচুয়ায় ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী মিছিল
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের মাধ্যমে ফাঁসি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর আগে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি প্রতিবাদী মিছিল বের হয়।
১৫ই মে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় কচুয়া ডিগ্রী কলেজ থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে হয়ে পুনরায় মিছিলটি ডিগ্রী কলেজ গেটে শেষ হয়। পরবর্তীতে নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য হত্যার বিচারের দাবিতে কলেজ গেটে অবস্থান কর্মসূচি পালন করেন।
কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক খান হিমেল এর নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও মিছিলে অংশ নেয় বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু,সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক পার্থ হালদার, ছাত্রদল নেতা শেখ তামিম, সাকিব শিকদার, মোঃওমর ফারুক, শিহাব শেখ, আজিজুল, তানিম শিকদার সহ ডিগ্রী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও, প্রতিবাদী মিছিলে অংশ নেয় উপজেলা যুবদলের আহবায়ক ডাকুয়া অলিউড রসুল, যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ও যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সিকদার মশিউর রহমান মুক্তা, সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক মাসুদ, যুবদল নেতা শেখ সুজন, লিয়ন শিকদার সহ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স