বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ল্যাপটপ বিতরণ
আপডেট সময় :
২০২৫-০৫-১৪ ১৪:৪২:২৭
বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ল্যাপটপ বিতরণ
এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামে বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও ল্যাপটপ বিতরণ বোয়ালখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) উপজেলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন উর রশিদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার সুলতানা।
উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। সভায় প্রধান অতিথি (ইউএনও) মোঃ রহমত উল্লাহ সকলকে ব্যক্তি, গোষ্ঠী, শ্রেণীর ঊর্ধ্বে থেকে মানসম্মত শিক্ষা প্রদানে সকলের প্রতি অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে বোয়ালখালীর ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স