ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-১৫ ০০:৫৮:০২
ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার । ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর জেলার মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ।

 
বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর, ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৩ মে ২০২৫ তারিখ আনুমানিক ২২.১৫ ঘটিকায়, রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মরাহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (রংপুর জেলার মিঠাপুকুর থানার মামলা নং-২৫/২২৭, তারিখ-১১/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-পেনাল কোড  ১৮৬০ এর ৩০২/২০১/৩৪ এবং তৎসহ নারী ও  শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৫ এর  ৯(৪)(খ) ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলার এজাহারনামীয় ০৪ নং আসামী মোঃ বকুল মিয়া (৫৫), পিতা- মৃত নেছার উদ্দিন, সাং- বুজরুক সন্তোষপুর (শ্রীপুর) থানা- মিঠাপুকুর, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী, গত ১১ মে ২০২৫ তারিখ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় ভিকটিম প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী বাড়ীতে খেলাধুলা করার জন্য যায়। এক পর্যায়ে ঐ বাড়ীর মালিকসহ বেশ কয়েকজন সু-কৌশলে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের করার চেষ্টা করে। অতঃপর লোকজন জানাজানি হওয়ায় ভিকটিমকে ধর্ষণ করতে না পেরে হত্যা করে এবং বালু চাপা দিয়ে লাশ গোপন করার চেষ্টা করে।


স্থানীয় সূত্রে জানা যায় যে, ভিকটিম’কে গলা চেপে ধরে আসামীরা তার ব্যবহৃত ধাঁরালো বাটাল দিয়ে মাথার বিভিন্ন জায়গায় ও কপালে উপর্যুপরী আঘাত গুরুতর রক্তাক্ত জখম করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। এ  বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে প্রিন্ট, সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৩, সিপিএসসি এর নজরে আসলে তারা ছায়া তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে আসামীর অবস্থান রংপুর জেলার মিঠাপুকুর থানায় নিশ্চিত হয়।


এরই প্রেক্ষিতে গত ১৩ মে ২০২৫ তারিখ আনুমানিক ২২.১৫ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মরাহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার এজাহারনামীয় ০৪নং আসামী মোঃ বকুল মিয়া (৫৫),  পিতা-মৃত নেছার উদ্দিন, সাং-বজরুক সন্তোষপুর (শ্রীপুর), থানা-মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করা হয়।
 

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ