ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন


আপডেট সময় : ২০২৫-০৫-১৪ ১৬:১০:১৮
রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন
 
 
মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী (রাঙ্গামাটি)। "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 
বুধবার (১৪ মে) বেলা ১১ টায় রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই গুরুত্বপূর্ণ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলার শিক্ষা বান্ধব  নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এছাড়াও উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, শফিপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,রাজস্থলী মডেল স্কুলের প্রধান শিক্ষক ইউছুপ উদ্দিন,আমছড়ার প্রধান শিক্ষিকা জ্যোৎস্না ম্যডাম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক -শিক্ষিকা ও স্কুল বিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 
এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা প্রত্যেক মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় শিক্ষা। প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদের ফাউন্ডেশন এখান থেকেই প্রতিটি শিক্ষার্থী সর্বোচ্চ অবস্থানে যাওয়ার মধ্যম। সঠিক পরিচর্যা ছাড়া কোন শিক্ষার্থীই সঠিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে না। এজন্য প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাকে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অতিদায়িত্বশীল এবং যত্নবান হতে হবে। শিক্ষার্থীরা যাতে ক্লাসে মনোযোগী এবং সৃজনশীল হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

 
পরে শিক্ষা সাপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ