ভালুকায় ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৫-১৪ ১৬:০০:৫২
ভালুকায় ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার আংগারগাড়া গ্রামের আখালিয়া বাজারে ওই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আরাফাত রহমান আখালিয়া বাজারে একটি চা'স্টলে বসে থাকা অবস্থায় আওয়ামী ধূসর জালাল উদ্দিনের নির্দেশে আঃ রাজ্জাক ও তার ছেলে আব্দুল আলিম গংরা আরাফাতের উপর অতর্কিত হামলা চালায় ও মাথায় দা' দিয়ে আঘাত করে।
এসময় আরাফাত মাটিতে লুটিয়ে পরলে সন্ত্রাসীরা তার গলায় চেপে ধরে হত্যার চেষ্টা করে। এসময় উপস্থিত, জনতা আরাফাতকে উদ্ধার করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা ভবিষ্যতে তাকে একা পেলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে ভালুকা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
পরে আরাফাতের চাচা তারেক আহাম্মেদ বাদী হয়ে চাঁনপুর গ্রামের জালাল উদ্দিন (৫৫), আব্দুর রাজ্জাক (৪৫) ও আব্দুল আলিম (২৬) সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়রা বলেন, জালাল, রাজ্জাক ও আলিম এর আগেও অনেক মানুষকে মারপিট করেছে। তাদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী জালাল গংদের বিচার চাইছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স