জগন্নাথপুর পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৫-১৪ ০২:২২:২৩
জগন্নাথপুর পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মাসুম আহমদ জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ এর অনুপ্রেরনায় জগন্নাথপুর আলী কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় ফ্রি এ চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেন, জগন্নাথপুর পৌর বিএনপি সেবা দানের অংশ হিসাবে সাধারণ মানুষের জন্য ফ্রি চক্ষু চিকিৎসার আয়োজন করে। উপজেলার বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভোগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেনা তাই বিনা মুল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
এ আয়োজনে সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে পৌর বিএনপিকে অনুপ্রানিত করেছে। বিনা মুল্যে ফ্রি চক্ষু ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ চোখের ছানি সংক্রান্ত রোগী নির্বাচন করা, বিনামূল্যে ব্যবস্থাপত্র, ঔষধ ও চশমা প্রদান করা হয়। একই সঙ্গে যে সব রোগীর অপারেশন, লেন্স লাগানো প্রয়োজন তাদের চোখের ছানি অপারেশন করা ও লান্স লাগানোসহ চোখের সকল চিকিৎসা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দসহ জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স