দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে
রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে আম গাছের সাথে গলাই দড়ি দিয়ে আত্নহত্যা করেছেন এক যুবক। ওই যুবকের নাম মনিরুল ইসলাম (৩০)। তিনি তানোর উপজেলার তালন্দ ইউপির লালপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে একই গ্রামের প্রতিবেশী মোহাম্মদ সাত্তারের স্ত্রী বেবী নাজনীন বাড়ির পার্শ্বের (সিরাজুল ইসলামের) আম বাগানে ছাগল আনতে গিয়ে আম গাছে তার লাশ ঝুলতে দেখে গ্রামবাসীসহ নিহতের পরিবারকে খবর দেন। গ্রামবাসীসহ নিহতের পরিবার তার লাশ নামিয়ে তানোর থানা পুলিশে খবর দেন।
এ রিপোর্ট লিখার সময় রাত ৯টার সময় তানোর থানার এসআই হাসমত আলী সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ থানায় নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, ময়না তদন্তের জন্য লাশ থানায় নেয়া হচ্ছে, ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।